Jezero Creater কি জানেন, অবাক হবেন আপনিও

author-image
Harmeet
New Update
Jezero Creater কি জানেন, অবাক হবেন আপনিও

​নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলগ্রহের Jezero crater-এ গবেষণা চালাচ্ছে নাসার পাঠানো রোভার পারসিভের‍্যান্স । মঙ্গলগ্রহে নাসার পাঠানো রোভার পারসিভের‍্যান্স যে ছবি পাঠিয়েছিল, তা পর্যবেক্ষণ করে লালগ্রহের Jezero crater সম্পর্কে নতুন দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন যে, একসময় মঙ্গলগ্রহের এই Jezero crater আসলে একটি হ্রদ অর্থাৎ লেক ছিল। কিন্তু বর্তমানে এই এই Jezero crater শুকিয়ে গিয়েছে। এখানে বায়ুপ্রবাহের ফলে অবক্ষয়ও হয়েছে।