নিজস্ব সংবাদদাতাঃ এই প্রথমবার লালগ্রহ থেকে পাওয়া নমুনা পৃথিবীতে পাঠানোর কাজ শুরু করেছে পারসেভির্যান্স রোভার। উল্লেখ্য, এই নমুনা সংগ্রহের কাজ ও পৃথিবীতে পাঠানোর মিশনে কয়েকটি দেশ অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, রোভারটিতে মার্টিয়ান রেগোলিথের প্রথম নমুনাগুলি লালগ্রহের পৃষ্ঠ থেকে সংগ্রহ করে তা সিল করে দেওয়া হয়। সেগুলি পৃথিবীতে ফেরত পাঠানোর কাজ শুরু হয়েছে । বর্তমানে কনসেপ্ট ডিজাইন ও টেকনোলজি ডেভেলপমেন্ট পর্বে এটি একটি কৌশল মাত্র। বিজ্ঞানীদের কাছে তা বেশ চ্যালেঞ্জিং-ও বটে।