নিজস্ব সংবাদদাতাঃ মহাকাশের প্রতি মানবজাতির আকর্ষণ বরাবরই বেশি। সৌরজগতকে আরও একবার ভালভাবে জানার জন্য তাই নতুন স্পেসক্র্যাফট লঞ্চ করেছে নাসা। ১২ বছর ধরে অভিযান চালাবে নাসার লঞ্চ করা এই Asteroid Spacecraft Lucy। মূলত গ্রহাণুদের পর্যবেক্ষণ করাই হবে এই স্পেসক্র্যাফট বা মহাকাশযানের কাজ। Asteroid Spacecraft Lucy- র মাধ্যমে এমন সব গ্রহাণু প্রকাশ্যে আসবে, যাদের এর আগে কখনও দেখা যায়নি। এমনটাই দাবি করেছেন নাসার জ্যোতির্বিজ্ঞানীরা।