নিজস্ব সংবাদদাতাঃ গ্রহ হিসেবে বহু বছর আগেই মর্যাদা হারিয়েছে প্লুটো। এবার এক নতুন সমস্যা দেখা দিয়েছে সেখানে। সাম্প্রতিক গবেষণা বলছে বিলীন হয়ে যাচ্ছে প্লুটোর বায়ুমণ্ডল। পৃথিবী থেকে ৪.৮ বিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে এই icy dwarf celestial body। জানা গিয়েছে, সূর্য থেকেও ক্রমাগত দূরে সরে যাচ্ছে প্লুটোর অবস্থান। বর্তমানে বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করেছেন যে প্লুটোর বায়ুমণ্ডল রূপান্তরিত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর একাধিক স্থান থেকে টেলিস্কোপ ব্যবহার করে প্লুটোকে পর্যবেক্ষণ করেছেন বিজ্ঞানীরা। এর মাধ্যমে প্লুটোর অত্যন্ত পাতলা বায়ুমণ্ডল ভালভাবে খতিয়ে দেখেছেন তাঁরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, প্লুটোর বায়ুমণ্ডল মূলত নাইট্রোজেন সমৃদ্ধ।