বুধ থেকে শোনা গেল শব্দ

author-image
Harmeet
New Update
বুধ থেকে শোনা গেল শব্দ

​নিজস্ব সংবাদদাতাঃ সূর্যের সবচেয়ে কাছে থাকা গ্রহ বুধকে ভালভাবে পর্যবেক্ষণ করার জন্যই পাঠানো হয়েছে এই BepiColombo স্পেসক্র্যাফট। বর্তমানে ইঞ্জিনিয়াররা বুধ গ্রহের চারপাশ থেকে সংগৃহীত ম্যাগনেটিক এবং অ্যাক্সিলেরোমিটার ডেটাকে শব্দে রূপান্তরিত করে প্রকাশ করেছেন। এর মাধ্যমেই প্রথমবার সূর্যের নিকটতম গ্রহ বুধের প্রথম শব্দ শোনা গিয়েছে। এই শব্দ শুনে মনে হয়েছে যেন সূর্যের কাছে থাকা একটি গ্রহে সৌর হাওয়া বোমা মারার মতো আওয়াজ করছে। এর পাশাপাশি ওই মহাকাশযানের মাধ্যমে বুধ গ্রহ সংলগ্ন এলাকায় দিন-রাতের পারদের ফারাকও বোঝা গিয়েছে। স্পেসক্র্যাফট যখন গ্রহের রাত থেকে দিনের দিকে অগ্রসর হয়েছে তখন তাপমাত্রার পরিবর্তন বোঝা গিয়েছে। এছাড়াও একটি সায়েন্স ইন্সট্রুমেন্ট তার ‘পার্কিং’ অবস্থানের চারপাশে ঘোরার সময়ের শব্দও শোনা গিয়েছে।