লক্ষ্মীপুজোর আগে আগুন বাজার

author-image
Harmeet
New Update
লক্ষ্মীপুজোর আগে আগুন বাজার

​নিজস্ব সংবাদদাতাঃ টম্যাটো ১০০ টাকা। ৬০ টাকার লঙ্কাও সেঞ্চুরি হাঁকিয়েছে। ২০০ টাকার উপর মুরগির মাংস। অগ্নিমূল্য মাছ-সর্ষের তেল। উৎসবের মরশুমে হাসফাঁস অবস্থা সাধারণ মানুষের।এর জন্য সরকারকেই দায়ী করছেন অর্থনীতিবিদদের একাংশ।  গড়িয়াহাট বাজারের এক ক্রেতা বলছেন, যাতে হাত দিচ্ছি তাতেই আগুন। কী কিনব বুঝতে পারছি না। পেট্রোল সেঞ্চুরি হাঁকিয়েছে আগেই। কলকাতায় পিছু পিছু সেই পথে যাচ্ছে ডিজেলও। এরইমধ্যে মধ্যে চড়া সবজি , মাছ-মাংসের দাম। এই পরিস্থিতির মধ্যে কোনওরকমে কেটেছে দুর্গাপুজো। সামনে আবার ধনদেবীর আরাধনা।