এইট পাশে জেলা আদালতে চাকরির সুযোগ, দেখে নিন আবেদন পদ্ধতি

author-image
Harmeet
New Update
এইট পাশে জেলা আদালতে চাকরির সুযোগ, দেখে নিন আবেদন পদ্ধতি

​নিজস্ব সংবাদদাতাঃ বিজ্ঞপ্তি নং 01

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ- ২৩/০৯/২০২১

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হল-

যেসব পদে নিয়োগ করা হবে- ইংলিশ স্টেনোগ্রাফার (গ্রুপ- বি), লোয়ার ডিভিশন ক্লার্ক (গ্রুপ- সি), প্রসেস সার্ভার (গ্রুপ- সি), পিওন / নাইট গার্ড (গ্রুপ- ডি), সুইপার (গ্রুপ-ডি)।

বিভিন্ন পদ অনুযায়ী মূল বেতন-
ইংলিশ স্টেনোগ্রাফারঃ ৩২,১০০- ৩৮,৪০০ টাকা।
লোয়ার ডিভিশন ক্লার্কঃ ২২,৭০০- ৩৬,৪০০ টাকা।
প্রসেস সার্ভারঃ ২১,০০০- ৩৩,৭০০ টাকা।
পিওন / নাইট গার্ডঃ ১৭,০০০- ২৫,৬০০ টাকা।
সুইপারঃ ১৭,০০০- ২৫,৬০০ টাকা।

মোট শূন্য পদের সংখ্যা-
ইংলিশ স্টেনোগ্রাফারঃ ১ টি। (SC)
লোয়ার ডিভিশন ক্লার্কঃ ২২ টি।
প্রসেস সার্ভারঃ ১ টি।
পিওন / নাইট গার্ডঃ ২৮ টি 

সুইপারঃ ৩ টি 

শিক্ষাগত যোগ্যতা- এই নিয়োগের বিজ্ঞপ্তি গত ২৩ সেপ্টেম্বর, ২০২১ তারিখে প্রকাশিত হলেও এখনও পর্যন্ত এই নিয়োগের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খুব শীঘ্রই এই নিয়োগের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। 

আবেদন পদ্ধতি- আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনে। কলকাতা হাইকোর্টের অফিশিয়াল ওয়েবসাইটে (www.calcuttahighcourt.gov.in) গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হতে চলেছে। অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি ইমেইল আইডি থাকতে হবে। আবেদন করার সময় আবেদনকারীর সমস্ত নথি পত্র এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।