প্রয়াত আমেরিকার প্রাক্তন বিদেশসচিব

author-image
Harmeet
New Update
প্রয়াত আমেরিকার প্রাক্তন বিদেশসচিব

নিজস্ব সংবাদদাতাঃ  ইরাকে সাদ্দাম হুসেনের বিরুদ্ধে যুদ্ধের সমর্থনে ভাষণ দিয়েছিলেন রাষ্ট্রসঙ্ঘে। করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত আমেরিকা প্রাক্তন বিদেশসচিব কলিন পাওয়েল। টিকার দুটি ডোজই নিয়েছিলেন তিনি।

তখন প্রেসিডেন্ট ছিলেন জর্জ বুশ জুনিয়র। ২০০০ সালে আমেরিকার বিদেশ সচিব পদে বসেন কলিন পাওয়েল। হোয়াইট হাউসে অত্যন্ত সৎ ও কর্মঠ হিসেবে সুনাম ছিল তাঁর। স্রেফ বিদেশসচিবই নন, মার্কিন ফৌজের ‘জয়েন্ট চিফ অফ স্টাফস’-এর চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন দুঁদে এই কুটনীতিবিদ। এদিন ফেসবুকে পোস্ট দিয়ে তাঁর মৃত্যুসংবাদ জানানো হয় পরিবারের তরফে। লেখা হয়, 'জেনারেল কলিন এল পাওয়েল, আমেরিকার প্রাক্তন বিদেশ সচিব করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন।