বোল্ডনেসে ঘায়েল করছেন এশা গুপ্তা

author-image
Harmeet
New Update
বোল্ডনেসে ঘায়েল করছেন এশা গুপ্তা

নিজস্ব সংবাদদাতাঃ  এশা গুপ্তা সাহসী অবতারে নিজেকে মেলে ধরতে বরাবরাই পটু এই বলি নায়িকা। তবে এবার এশার বোল্ডনেস মাত্রা ছাড়াল। সম্পূর্ণ টপলেস অবতারে লেন্সবন্দি হলেন অভিনেত্রী। শরীরের উপরের অংশে নেই এক টুকরো সুতো। হাতের পাশ দিয়ে উন্মুক্ত স্তনযুগল, নীচে ব্লু ব্যাগি জিনস পরে রয়েছেন অভিনেত্রী। সম্প্রতি জয়পুরের ঘুরতে গিয়েছেন এশা। সেখানে রামগড় লজেই অর্ধনগ্ন হয়ে এই ছবি পোস্ট করেছেন ‘জন্নত ২’ নায়িকা। সোশ্যাল মিডিয়ায় হামেশাই নিজের টোনড বডি তুলে ধরেন এশা। টপলেস ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন- ‘আজ ভালোবাসুন, আগামিকালও ভালোবাসুন’। এশার এই টপলেস ছবি বিদ্যুত গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রায় সাত লক্ষ লাইক পড়েছে এই ছবিতে।