দিগবিজয় মাহালি,ঘাটালঃ দুর্গা পুজো থেকে বিসর্জন হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের সম্প্রীতির ভিন্ন ছবি। পুজোয় হাত লাগানো থেকে, মহা দশমীতে মা দুর্গার বিসর্জনে প্রতিমা নিয়ে গেল দুই সম্প্রদায়ের মানুষই। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে মা দুর্গার বিসর্জনে দেখা গেল এক অন্য চিত্র। ঘাটাল পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড কোন্নগর এলাকার ১৩ পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গা পুজো ও বিসর্জনে হিন্দু মুসলিম মিলেমিশে একাকার। ১৩ পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক কার্তিকচন্দ্র খাঁড়া বলেন, আমাদের যে পুজা কমিটি তা শুধু হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ নয়। এই কমিটির মধ্যে যুক্ত রয়েছে মুসলিম যুবক মৌদুল সহ আরও বেশ কিছু যুবক। তাঁরা শুধু বিসর্জনে নয় পুজো শুরু থেকে মা দুর্গার বিসর্জন সবকিছুতেই ওদের আমরা কাছে পেয়েছি। তাদেরকে এই পুজা কমিটির মধ্যে পেয়ে আমরা খুবই আনন্দিত।শুধু এবছর নয় পরবর্তীকালেও হিন্দু মুসলিম মিলেমিশে আমরা দূর্গা পুজোর অনুষ্ঠানে সামিল হব।