লক্ষ্মী পুজোর আগে মুখভার চন্দ্রকোনার ক্ষুদ্র ব্যবসায়ীদের

author-image
Harmeet
New Update
লক্ষ্মী পুজোর আগে মুখভার চন্দ্রকোনার ক্ষুদ্র ব্যবসায়ীদের



দিগবিজয় মাহালি,চন্দ্রকোনাঃ দুর্গা পুজো কাটতেই ঘনীভূত নিম্নচাপ। তার জেরে চলছে টানা বৃষ্টি,এতেই লক্ষ্মী পুজোর আগে মুখভার চন্দ্রকোনার সবজি, ফল, ফুল বিক্রেতাদের। পুজোর আগে বাজারে ক্রেতার ভিড় না থাকায় দুঃশ্চিন্তায় এইসকল ক্ষুদ্র ব্যবসায়ীরা, সমস্যায় মৃৎশিল্পীরাও। দুর্গা পুজোর পরই ধনদেবীর আরাধনায় মেতে উঠে আমজনতা। মাঝে আর একটা দিন। বুধবার কোজাগরী লক্ষ্মী পুজো। পুজোর আগে বাজারগুলিতে তিল ধারণের জায়গা থাকেনা ক্রেতা বিক্রেতাদের ভিড়ে। প্রতিবছর তেমনই ছবি ধরা পড়ত পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রেগুলেটেড বাজারে। চন্দ্রকোনা পৌরসভার ৫ নং ওয়ার্ড গোঁসাইবাজারে অবস্থিত জেলার বৃহৎ এই বাজার চত্বরে এবছর লক্ষ্মী পুজোর আগে সেই চেনা ছবি উধাও। কারণ হিসাবে বিক্রেতাদের দাবি, গত একদুদিন ধরে আবহাওয়ার খামখেয়ালিপনা এবং কখনও মাঝারি আবার কখনও ভারি বৃষ্টি। এতেই লক্ষী পুজোর আগে কার্যত ফাঁকা চন্দ্রকোনার এই বৃহৎ বাজার চত্বর। করোনার জেরে এমনিতেই সব পুজোয় অনেক কাটছাঁট হয়ে গিয়েছে, মানুষের হাতে টাকাও কম। তারউপর এবছর লক্ষ্মী পুজোর আগে টানা বৃষ্টি। এই দুইয়ে মিলে এবছর লক্ষী পুজোর বাজার একেবারে তলানিতে।