নিজস্ব প্রতিনিধি: চীন গালওয়ান সংঘর্ষে নিহত ৪ সৈন্যের নাম প্রকাশ করেছিল। তারা এতদিন আরও মৃত্যুর খবর অস্বীকার করে এসেছিল, আর মিথ্যা ছড়ানোর জন্য ভারতকে দায়ী করেছিল। এবার চীন থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে যাতে দেথা যাচ্ছে সামনে ও পেছনে বেশ কিছু সমাধি ফলক। সামনের ৪টি সমাধি ফলক দেখা যাচ্ছে, যাতে লেখা রয়েছে “শহিদ”। বাকিগুলোয় কিছু লেখা নেই। যদিও এটা বোঝা যাচ্ছে কবরগুলি একই সময়ের। সমস্ত কবরেই একই ধরণের সমাধি ফলক রয়েছে। এই প্রথমবার চীনের মিথ্যা প্রকাশিত হল পিএলএ থেকে ফাঁস হওয়া ভিডিওয়।
আরও খবরঃ https://anmnews.in/Home/GetNewsDetails?p=3826 / https://anmnews.in/Home/GetNewsDetails?p=3836
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm