নিজস্ব সংবাদদাতাঃ ফের চাঞ্চল্যকর ঘটনা ঘটল দিল্লিতে। দিল্লির একটি হাসপাতালে ভয়াবহ আগুন লাগল। জানা গিয়েছে, রবিবার মধ্যরাতে আগুন লাগে দিল্লির লোক নায়ক হাসপাতালে । যদিও রোগীদের ঘরে আগুন পৌঁছনোর আগেই তাদের চিকিৎসক ও দমকলকর্মীরা সুরক্ষিতভাবে সরিয়ে নিয়ে যান। এই ঘটনায় এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি। তবে রোগীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ সূত্রে খবর, রাত ১২টা ২০ মিনিট নাগাদ আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীর ছয়টি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। হাসপাতালের স্টোর রুম থেকেই এই আগুন ছড়িয়ে পড়েছিল বলে জানা গিয়েছে।