রাহুল পাসওয়ান, আসানসোলঃ দেশজুড়ে কৃষি বিলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে আজ প্রগতিশীল কৃষক ফ্রন্টের সদস্যরা আসানসোল শহরের কল্যাণপুর এলাকায় রেল অবরোধ করে তাদের প্রতিবাদ জানান। এই দিন, বিক্ষোভকারীরা রেল লাইনের মাঝে গিয়ে সেখানে বিক্ষোভ দেখায়। কৃষি বিল বাতিলের দাবিতে এদিনের অবরোধের জেরে হাওড়া থেকে বিকানিরগামী এক্সপ্রেস আটকে যায়। প্রায় কুড়ি মিনিট অবরোধ চলে।