জারি রয়েছে ভারী বৃষ্টি, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী

author-image
Harmeet
New Update
জারি রয়েছে ভারী বৃষ্টি, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী


নিজস্ব সংবাদদাতাঃ
কেরলে জারি রয়েছে ভারী বৃষ্টি। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, একটানা ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে কেরলে। এখনও অবধি মোট ২৩ জনের মৃত্যুর খবর মিলেছে, নিখোঁজ একাধিক। প্রশাসন সূত্রে খবর, কোট্টায়াম জেলায় ১৪ জনের মৃত্যু হয়েছে, ইদুক্কি জেলায় ৮ জনের মৃত্যু হয়েছে। কোঝিকোড়ে বৃষ্টির জমা জলে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকার্য। অন্যদিকে কেরলের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি গতকালই মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেন এবং উদ্ধাকার্যে সাহায্য়ের আশ্বাস দেন। প্রধানমন্ত্রী লেখেন, “ভারী বৃষ্টি ও ভূমিধসের কারণে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, তা নিয়ে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা হয়েছে। কর্তৃপক্ষ আহত ও বন্যাদুর্গত মানুষদের সাহায্যের জন্য কাজ চালাচ্ছে। সকলের সুরক্ষা ও সুস্থতা কামনা করছি।”