হরি ঘোষ, দূর্গাপুর : শনিবার রাতে বেনাচিতির অন্নপূর্ণা নগরে দুষ্কৃতীরা বোমাবাজি শুরু করে, মারধর করা হয় বেশ কয়েকজনকে, ভাঙচুরও করা হয় দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতে। এই ঘটনার জেরে নিমেষে উত্তেজনা ছড়ায় দূর্গাপুরের বেনাচিতি অঞ্চলের অন্নপূর্ণা নগরে। বাসিন্দাদের অভিযোগ, প্রথমে এলাকায় বিদ্যুৎবাহী তারে শর্ট সার্কিট ঘটিয়ে অন্ধকার করে দেওয়া হয় গোটা এলাকা, এরপরই শুরু হয় বোমাবাজি। শনিবার রাতে প্রতিমা বিসর্জনের পর অন্নপূর্ণা নগরে ঢুকে পড়ে পাশের এলাকায় থাকা তিন দুষ্কৃতী, জনা ২৫ ছেলে নিয়ে এই দুষ্কৃতীরা ঢুকে প্রথমে মদের টাকা দাবি করে তা দিতে রাজি না হওয়ায় বাধে বিপত্তি, গন্ডগোল। এইদিকে গোটা এলাকার বেশ কিছু দেওয়ালে বোমাবাজির দাগ স্পষ্ট, কিন্তু অধরা দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে অন্নপূর্ণা নগরের বাসিন্দারা। অন্যদিকে এখনো থমথমে বেনাচিতি অন্নপূর্ণা নগরের গোটা এলাকা, পুলিশি টহল চলছে গোটা এলাকা জুড়ে। রবিবার সকালে ঘটনাস্থলে আসেন আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসি পূর্ব অভিষেক গুপ্তা, কথা বলেন এলাকার মানুষের সাথে,আশ্বাস দেন দুষ্কৃতীদের গ্রেপ্তারের। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি পূর্ব অভিষেক গুপ্ত জানান, দুষ্কৃতীদের ধরার ব্যাপারে তৎপরতা শুরু হয়েছে পুলিশের।