নিজস্ব সংবাদদাতাঃ করোনার বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র হাতিয়ার ভ্যাকসিন। আর সেই টিকাকরণের হার বাড়াতে অভিনব উদ্যোগ নিল উত্তর-পূর্ব ভারতের রাজ্য মণিপুরের ইম্ফলের পশ্চিম জেলা প্রশাসন। সে রাজ্যে করোনার টিকা নিলেই জিততে পারেন উপহার। রবিবার এমনই ঘোষণা করা হয়েছে প্রশাসনের তরফে। আগামী ২৪ অক্টোবর, ৩১ অক্টোবর এবং ৭ নভেম্বর মণিপুরের ইম্ফলের পশ্চিম জেলায় টিকাকরণের মেগা ক্যাম্প হতে চলেছে। সেই টিকাকরণে উৎসাহ দানের জন্য অভিনব ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, এই ক্যাম্প থেকে টিকা নিলেই মিলবে টেলিভিশন, মোবাইল সেট অথবা কম্বল। ইম্ফলের প্রশাসনের তরফে এমনটাই জানানো হয়েছে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, “টিকা নিলেই মিলবে উপহার।”