কি করণীয় দীপাবলির সন্ধ্যেতে? দেখে নিন

author-image
Harmeet
New Update
কি করণীয় দীপাবলির সন্ধ্যেতে? দেখে নিন

​নিজস্ব সংবাদদাতাঃ দীপাবলীর সন্ধ্যেবেলায় ঘরে লক্ষ্মীর পুজো করার পর ঘরে শাঁখ ও ঘণ্টা বাজানো উচিত। এতে ঘরে নেগেটিভ এনার্জি সরে যায়। দীপবলিতে প্রদীপ জ্বালিয়ে তা বজরংবলীর মূর্তির সামনে রাখলে সুফল পাওয়া যায়। এছাড়াও দীপাবলির সন্ধ্যেতে কোনও শিবমন্দিরে যেন প্রদীপ দেওয়া হয়। সঙ্গে চাল দান করলে ঘরে অর্থাভাব কোনও দিন থাকেনা। মনে করা হয়, এই পন্থা অবলম্বন করলেই কেটে যেতে পারে সমস্যা। বহু দিনের আর্থিক কষ্ট কাটিয়ে ওঠার জন্যই এমন পন্থা কার্যকরী হবে।