নিজস্ব সংবাদদাতাঃ বিশ্বকাপের পর ভারতের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়। তবে পূর্ণ সময়ের জন্য নয়, অন্তর্বর্তীকালীন। শুধুমাত্র নিউজিল্যান্ড সিরিজের জন্য কোচ হবেন দ্রাবিড়। বোর্ডের এক কর্তা এর সত্যতা স্বীকার করে বলেন, ‘নিউজিল্যান্ড সিরিজের জন্য দ্রাবিড়কে অন্তর্বর্তী কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা সিরিজেই নতুন কোচ দায়িত্ব নেবে।’ এই মুহূর্তে নতুন কোচ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে ইন্টারভিউ নেওয়ার সময় নেই বোর্ডের। কারণ আজই আইপিএল শেষ। পরশু থেকে শুরু টি-২০ বিশ্বকাপ। কোয়ালিফাইং রাউন্ড শেষ হওয়ার পর ২৩ তারিখ থেকে শুরু হবে সুপার টুয়েলভ। ১৪ তারিখ ফাইনাল। সংযুক্ত আরব আমিরশাহি আর ওমানে বিশ্বকাপ হলেও আয়োজক সেই ভারত। আর বিশ্বকাপ শেষ হওয়ার পরই দেশের মাঠে নিউজিল্যান্ড সিরিজ। দেশের মাঠে ৩টে টি-২০ সিরিজ আর দুটো টেস্ট ম্যাচ খেলবে কিউয়িরা। শুধুমাত্র ওই সিরিজে কোচের দায়িত্বে থাকবেন রাহুল দ্রাবিড়।