নিজস্ব সংবাদদাতাঃ
পুজোর চারটে দিন সামলে দিলেও দশমী থেকেই ফের আকাশে মেঘের ঘনঘটা। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিও হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। মূলত বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের কারণেই এই বৃষ্টিপাত।
এই মুহূর্তে নিম্নচাপটি মধ্য-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর রয়েছে। যা ধীরে ধীরে অন্ধ্র প্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি।