নিজস্ব সংবাদদাতা: ২০১৫ সালে সবচেয়ে বড় প্রতিমা নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছিল দেশপ্রিয়পার্ক। পুজোর উদ্বোধনের দিনই এত মানুষের ভিড় হয়েছিল, যে বড়সড় বিপদের আশঙ্কা ছিল। পরবর্তীতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে, এই চিন্তা করেই হাইকোর্ট সেই পুজো বন্ধের নির্দেশ দেন। মন খারাপ হয়েছিল দেশপ্রিয় পার্কের পুজো উদ্যোক্তাদের। আর এবার শ্রীভূমি তাঁদের সেই মন খারাপের স্মৃতি ফিরিয়ে দিল। কয়েকটা প্রশ্ন তুলছেন দেশপ্রিয় পার্কের পুজো উদ্যোক্তারা। কেন তাঁদের দৃষ্টান্ত দেখার পরও শ্রীভূমির পুজোয় ১৪০ ফুটেরও বেশি আলোকসজ্জা করা হল? কীভাবেই বা তার অনুমতি মিলল? কেনই বা এত পরে দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল পুজো মণ্ডপ?