দশমীতে কড়াকড়ি

author-image
Harmeet
New Update
দশমীতে কড়াকড়ি

নিজস্ব সংবাদদাতা:  দশমীতেও  ঠাকুর দেখার রেশ থেকে যায় কলকাতায়।  বিসর্জন ঘিরেও বেশ কিছু বিধি নিষেধ পালন করতে হবে পুজো কমিটিগুলিকে। আজ থেকে শুরু হয়ে বিসর্জন চলবে আগামী 2 দিন ধরে।

এবার করোনা বিধির কথা মাথায় রেখেই একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যার মধ্যে বিশেষ নজর দেওয়া হচ্ছে শারীরিক দূরত্ব বজায় রাখা।  এছাড়াও একাধিক নিয়মাবলি পালন করতে হবে উদ্যোক্তাদের। কোনও ব্যক্তিগত গাড়ি ঠাকুরের গাড়ির সঙ্গে যেতে পারবে না। বড় বারোয়ারি পুজোই হোক বা ছোট পুজো এ বিষয়ে ছাড় নেই। সকল পুজো কমিটিকেই মানতে হবে এই রীতি। পাড়ায় পাড়ায় প্রতিমা দর্শন বন্ধ করা হবে। থাকবে না লাইট, কোনও বাজনা। ডিজে লাগিয়ে বিসর্জনের  দিন নাচও বন্ধ করে দেওয়া হচ্ছে।