রীতি মেনে সকালে বেলুড়মঠে দশমী পুজো

author-image
Harmeet
New Update
রীতি মেনে সকালে বেলুড়মঠে দশমী পুজো

নিজস্ব সংবাদদাতা: আজ বিজয়া দশমী। রীতি মেনে সকালে বেলুড়মঠে শুরু হয়েছে দশমী পুজো। এরপর রীতি অনুযায়ী হবে ঘট বিসর্জন এবং তারপর দর্পণে দেবী দর্শন। সন্ধ্যা বেলায় মূল মন্দিরে সন্ধ্যারতির পর শুরু হবে নিরঞ্জনের প্রস্তুতি। আরতি, সিঁদুর খেলা, মিষ্টিমুখ, ধুনুচি নাচ এবং শেষে ঢাক-ঢোল বাজিয়ে সন্ন্যাসী ও মহারাজদের শোভাযাত্রা, জয়ধ্বনি দিয়ে দেবীকে নিয়ে গিয়ে শ্রীশ্রীমায়ের ঘাটে বিসর্জন দেওয়া হবে। করোনা আবহে বেলুড় মঠে গোটা বিসর্জন পর্বই ভক্তশূন্য থাকছে।