নিজস্ব সংবাদদাতাঃ ওয়ানপ্লাসের নতুন স্মার্টফোন ওয়ানপ্লাস ৯আরটি লঞ্চ হয়েছে। উল্লেখ্য, ওয়ানপ্লাস ৯আর ফোনের আপগ্রেডেড ভার্সান ওয়ানপ্লাস ৯আরটি ফোন। জানা গিয়েছে, এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা। সেখানে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। এছাড়াও এই ফোনে রয়েছে ১২০Hz রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এই ফোনের দাম প্রায় ৩৮,৬০০ টাকা। অন্যদিকে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এই ফোনের দাম প্রায় ৪০,৯০০ টাকা।