নিজস্ব সংবাদদাতাঃ বড় সাফল্য ভারতীয় বায়ুসেনার। আরও ৩টি রাফালে বিমান পেল ভারত। তিনটি রাফায়েল যুদ্ধবিমান গুজরাটের জামনগর এয়ারবেসে অবতরণ করে গতকাল। তিনটি বিমান আম্বালার গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনে যোগ দেবে বলে জানা গেছে। তিনটি রাফায়েল জেট ভারতে আসার সাথে সাথে দেশের কৌশলগত ক্ষমতা বৃদ্ধি পাবে। প্রায় ৬০,০০০ কোটি টাকার চুক্তির অংশ হিসাবে ভারত ২০১৬ সালে ফ্রান্স থেকে ৩৬টি রাফায়েল জেট কিনেছিল। এই তিনটি রাফায়েল ভারতে আসার সাথে সাথে দেশে মোট ২৯টি রাফায়েল জেট থাকবে। প্রতিবেদনে বলা হয়েছে, তিনটি যুদ্ধবিমান ফ্রান্স থেকে ওড়ার পর সংযুক্ত আরব আমিরাত (সংযুক্ত আরব আমিরাত) হয়ে ভারতে আসবে।