নিজস্ব সংবাদদাতাঃ তালিবানী শাসনের মাঝেই অন্ধকারে ডুবে গিয়েছে আফগানিস্তান। নেই কোনও বিদ্যুৎ। বকেয়া মেটায়নি তালিবানরা বলে অভিযোগ। সূত্র মারফত খবর, তালিবান সরকার বিদ্যুতের বকেয়া বিল মেটাতে পারেনি, তাই বন্ধ করা হয়েছে বিদ্যুত্। আগামী দিনে সমস্যা আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে আফগানিস্তানের রাষ্ট্রীয় বিদ্যুত্ কোম্পানি জানিয়েছে, উজবেকিস্তান থেকে আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশ এবং কাবুলে বিদ্যুত্ পরিষেবা বন্ধ করা হয়েছে।