সেনা প্রসঙ্গে অমৃন্দর সিং

author-image
Harmeet
New Update
সেনা প্রসঙ্গে অমৃন্দর সিং



নিজস্ব সংবাদদাতাঃ
প্রাক্তন ক্যাপ্টেন অমৃন্দর সিং এবারে বর্ডার সিকিউরিটি ফোর্সের বিষয়ে মুখ খুললেন। তিনি বললেন, সেনা বাহীনি কে রাজনীতির মধ্যে না টানাই ভালো। এছাড়াও তিনি বলেন, " আমাদের সেনারা মারা যাচ্ছে কাশ্মীরে। আর আমরা দেখছি অস্ত্র ও মাদক কীভাবে সন্ত্রাসবাদীরা পাঞ্জাব বর্ডারে পাচার করছে। বিএসএফ-দের শক্তিই একমাত্র এসব থেকে রক্ষা করতে পারবে আমাদের। তাই সেনাদের রাজনীতিতে না টানাই ভালো।"