নিজস্ব সংবাদদাতাঃ প্রাক্তন ক্যাপ্টেন অমৃন্দর সিং এবারে বর্ডার সিকিউরিটি ফোর্সের বিষয়ে মুখ খুললেন। তিনি বললেন, সেনা বাহীনি কে রাজনীতির মধ্যে না টানাই ভালো। এছাড়াও তিনি বলেন, " আমাদের সেনারা মারা যাচ্ছে কাশ্মীরে। আর আমরা দেখছি অস্ত্র ও মাদক কীভাবে সন্ত্রাসবাদীরা পাঞ্জাব বর্ডারে পাচার করছে। বিএসএফ-দের শক্তিই একমাত্র এসব থেকে রক্ষা করতে পারবে আমাদের। তাই সেনাদের রাজনীতিতে না টানাই ভালো।"