নিজস্ব সংবাদদাতাঃ আন্তর্জাতিক মাদকচক্রের সঙ্গে জড়িত আরিয়ান! আদালতে চাঞ্চল্যকর দাবি এনসিবির। কিং খান পুত্রের আইনজীবীরা দাবি করেছেন যে, নিষিদ্ধ মাদক মেলেনি আরিয়ানের কাছে। যদিও সেই দাবি মানতে একেবারে নারাজ এনসিবি। এনসিবির দাবি, আন্তর্জাতিক মাদকচক্রের সঙ্গে যোগ রয়েছে আরিয়ান খান এবং এই মামলায় গ্রেফতার অপর অভিযুক্তদের। ইতিমধ্যেই আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট ঘেঁটে উপযুক্ত তথ্য-প্রমাণ হাতে এসেছে এনসিবির।