নিজস্ব সংবাদদাতাঃ ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলার নতুন স্মার্টফোন মোটো ই৪০। লেনোভো অধিকৃত সংস্থা মোটোরোলার ‘ই’ সিরিজের এই নতুন ফোনে রয়েছে ৯০Hz রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে। এছাড়াও এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। 'মোট ই৪০' একটি IP52 সার্টিফায়েড ফোন, অর্থাৎ এই মডেল ওয়াটার রেসিসট্যান্ট। ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ সমেত দুটো নির্দিষ্ট রঙে লঞ্চ হয়েছে মোটোরোলার এই ফোন। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১টিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো সম্ভব। মোটোরোলার ‘ই’ সিরিজের এই স্মার্টফোন একটিই স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে ভারতে। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৪৯৯ টাকা। আগামী ১৭ অক্টোবর রাত ১২টা থেকে এই ফোন ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে।