পিপিই কিটে অভিনব গরবা! দেখুন ভিডিও

author-image
Harmeet
New Update
পিপিই কিটে অভিনব গরবা! দেখুন ভিডিও

নিজস্ব সংবাদদাতাঃ চলছে নবরাত্রি। এদিকে অভিনব ঘটনার সাক্ষী থাকল গুজরাটের রাজকোট। পিপিই কিট পড়ে মেয়েরা নবরাত্রি উপলক্ষে গুজরাটের রাজকোটে গরবা নৃত্য পরিবেশন করে মধ্যপ্রদেশেও এরকম দৃশ্য ধরা পড়ে। গরবার সংগঠক রক্ষবেন বোরিয়া বলেন, "এই গরবার লক্ষ্য কোভিড-১৯ সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া"। দেখুন ভিডিও...