নিজস্ব প্রতিনিধিঃ রাম মন্দির নিয়ে ফের দুর্নীতি মামলা প্রকাশ্যে এল। জানা গিয়েছে, এবার রাম জন্মভূমি ট্রাস্ট অযোধ্যার নামে ভুয়ো ওয়েবসাইট খুলে লাখ লাখ টাকার প্রতারণার খবর প্রকাশ্যে এল। ইতিমধ্যেই এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, রাম মন্দির নির্মাণে অনুদান চেয়ে এই ভুয়ো ওয়েবসাইট বানিয়েছিল অভিযুক্তরা। তাঁদের গ্রেফতার করেছে নয়ডা সাইবার পুলিশ স্টেশন ও লখনউ সাইবার ক্রাইম হেডকোয়ার্টার্সের যৌথ দল।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ভুয়ো ওয়েবসাইটে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দেওয়া ছিল। সেখান থেকেই রাম মন্দির নির্মাণ প্রকল্পের নাম করে লাখো লাখো টাকা লুটেছে এই ৫ জন। ধৃতরা হল আশিস গুপ্ত, নবীন কুমার সিং, সুমিত কুমার, অমিত ঝা ও সূরজ গুপ্ত।
আরও খবরঃ https://anmnews.in/Home/GetNewsDetails?p=3794 / https://anmnews.in/Home/GetNewsDetails?p=3790
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm