নিজস্ব সংবাদদাতাঃ উত্তর কলকাতায় সাধন পান্ডের সঙ্গে পরেশ পালের বিবাদ বেশ কয়েক দশকের পুরনো। একই দলে থাকলেও দুজনের সম্পর্ক আদায় – কাঁচকলায়। এবারে পুজোর মধ্যেই ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। বেলেঘাটার বিধায়ক পরেশ পালের দাবি, তাঁর ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া একটি ব্যানার ছিঁড়েছে মানিকতলার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাধন পান্ডের অনুগামীরা। এমনকী থানায় অভিযোগ করেছেন তিনি। অভিযোগ অস্বীকার করেছেন অসুস্থ সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডে।