জেনে নিন অষ্টমীর খুঁটিনাটি

author-image
Harmeet
New Update
জেনে নিন অষ্টমীর খুঁটিনাটি


নিজস্ব সংবাদদাতাঃ অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে হয় সন্ধিপুজো। যে পুজো অষ্টমীর ২৪ মিনিট এবং নবমীর ২৪ মিনিট হয়। প্রথম ২৪ মিনিট পুজো হওয়ার পরই অষ্টমী তিথি শেষ হয়ে যায়। শুরু হয়ে যায় নবমী। তারপর আরও ২৪ মিনিট হয় সন্ধিপুজো।

মহাষ্টমী (বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে)
তিথি আরম্ভ : ২৫ আশ্বিন/১২ অক্টোবর, মঙ্গলবার।
সময় : রাত ৯ টা ৪৯ মিনিট।
শ্রী শ্রী দেবীর মহাঅষ্টমীবিহিত পুজো শুরু : ভোর ৫ টা ৩০ মিনিট।
শ্রী শ্রী দুর্গাদেবীর মহাষ্টমী বিহিত পুজো, মহাষ্টমাদি কল্পারম্ভ (পঞ্চম কল্প) এবং মহাষ্টমী কল্পারম্ভ প্রশস্তা (ষষ্ঠ কল্প) : সকাল ৯ টা ২৭ মিনিটের মধ্যে। কিন্তু বারবেলানুরোধে সকাল সকাল ৮ টা ২৯ মিনিটের মধ্যে।
সন্ধিপুজো : সন্ধ্যা ৭ টা ৪৪ মিনিট থেকে রাত ৮ টা ৩২ মিনিট পর্যন্ত। বলিদান - রাত ৮ টা ৮ মিনিটে।
তিথি শেষ : ২৬ আশ্বিন/১৩ অক্টোবর, বুধবার।
সময় : রাত ১১ টা ৪৯ মিনিট গতে।