নিজস্ব সংবাদদাতাঃ মেষঃ-দাঁতের যন্ত্রণা বৃদ্ধি পাবে। বিবাহ সংক্রান্ত কাজের জন্য দানে আনন্দ। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ। ব্যবসার ক্ষেত্রে বাড়তি কোনও লাভ আশা না করাই ভাল। বন্ধুর জন্য কোনও কারণে রাগ বাড়তে পারে। কোনও আশা পূরণের জন্য আনন্দ।
বৃষঃ-চিকিৎসার জন্য অর্থ ব্যয় বৃদ্ধি। আগুন থেকে সাবধান। কোনও আঘাতের জন্য ভ্রমণ নিরানন্দ হতে পারে। কর্মস্থানে কোনও বাধা আসতে পারে। উন্নতির জন্য চেষ্টা। চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে। মায়ের শরীর নিয়ে চিন্তা। কোমরের কোনও সমস্যা বাড়তে পারে্রিস
মিথুনঃ- আজ পরিবারের কারোর বাজে ব্যবহারে আপনার মন দুঃখ পেতে পারে। সারাদিনে ব্যয়ের পরিমাণ বেশী থাকবে। তবে শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। আজ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। হঠকারিতার কারণে শরীরে আঘাত আসতে পারে। সম্পত্তি নিয়ে অশান্তিতে ভোগার সম্ভাবনা থাকতে পারে।
কর্কটঃ- শেয়ারে লাভের সম্ভাবনা থাকতে পারে। তবে বড়দের কথা শুনে চলতে হবে। ভালো কিছু কবর পাওয়ার যোগ আছে। বেশী অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে।
সিংহঃ- আপনার কোনো প্রতিভার জন্য আপনি জনপ্রিয়তা পেতে পারেন। কোনো অশান্তি আদালত পর্যন্ত গড়াতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা রাখুন। অভিজ্ঞতা আজকে না প্রয়োগ করাই ভালো।
কন্যাঃ- লোহা জাতীয় কোনো দ্রব্যের ব্যাবসায় উন্নতি। পুরানো ঋণ ফেরত পেতে ভোগান্তি। কোনো কাজেই আজ মনের মত ফল পাওয়া যাবে না। স্ত্রীর কারণে বাড়তি খরচ হতে পারে।
তুলাঃ- গবেষণায় ভালো ফল হতে পারে। আর্থিক চাপ দুপুরের পর কেটে যাবে। কোনো মহিলার কথায় বাড়িতে বিপদ বাঁধতে পারে। নেশা থেকে দূরে থাকুন। চাকরির স্থানে উন্নতি হতে পারে।
বৃশ্চিকঃ- আজ সংসারে সুখ শান্তি বজায় থাকবে। চাকরির জন্য কোনো সিদ্ধান্ত নিতে দেরী হবে। কর্মস্থানে মাথা ঠাণ্ডা রাখুন ও বুঝে চলুন। শারীরিক ক্ষমতা অনুযায়ী চলুন। পিতার শরীর খারাপ হতে পারে।
ধনুঃ- আজ সতর্ক না থাকলে কর্মস্থানে সম্মানহানির যোগ আছে। চাকরিতে বদলি হওয়ার যোগ আছে। ব্যয় অতিরিক্ত হওয়ায় কলহ হতে পারে পরিবারে। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে।
মকরঃ- ব্যবসার কাজে দূরে যেতে হতে পারে। মায়ের শরীরের অবনতি হবে। উচ্চশিক্ষার জন্য সময়টা ভালো নয়। স্ত্রীর সঙ্গে বিবাদ লাগতে পারে। তবে ব্যবসায় অগ্রগতির যোগ আছে।
কুম্ভঃ- চাকরির পদন্নোতির যোগ আছে। মাথার কোথাও চোট লাগতে পারে। ব্যবসা একটু চোখে চোখে রাখুন। বিবাহের জন্য সময় ভালো নয়। লিভারের সমস্যার ভোগান্তি আছে।
মীনঃ- কর্মস্থান পরিবর্তিত হতে পারে। ভালো কাজ করলে বদনাম হতে পারে। কর্মস্থলে বদনাম জুটবে। বাড়িতে অতিথি আসতে পারে। প্রেমে অশান্তি বাড়বে। মাথার যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে।