নিজস্ব সংবাদদাতাঃ কিছুদিন ধরেই দেশ জুড়ে কয়লা সংকটের জন্য বিশাল জল্পনার সৃষ্টি হয়েছিল। সেই সমস্যার সমাধান হচ্ছে ধীরে ধীরে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে প্রতিদিন যে পরিমাণে কয়লা মজুত করা হচ্ছে পরবর্তী ৫ দিনের মধ্যে ২ মিলিয়ন টোনের কাছাকাছি কয়লা মজুত করা হয়ে যাবে। কেন্দ্রীয় সরকারের সূত্রে জানানো হয়েছে যে, কেন্দ্রীয় সরকার প্রত্যেক রাজ্যের চাহিদা মেটাচ্ছে। গত ৪ দিনে কয়লার মজুতও যথেষ্ট বেড়েছে।