নিজস্ব সংবাদদাতাঃ সাবেকি পুজোর একচালার প্রতিমা গঠন করলেন এই ক্লাব। গত তিন বছর ধরে একটানা থিমের বাইরে গিয়ে সাবেকি পুজোর মতো একচালার পুজো করে মানুষের মন জয় করে নিচ্ছে এই বেঙ্গল ইউনাইটেড ক্লাব। আগেকার দিনে ঠিক যেভাবে পুজো হত ঠিক সেভাবেই পুজো হচ্ছে এখানে।