ভারতচক্রের পুজো বিতর্কে হাইকোর্টের বিশেষ বেঞ্চ বসছে নবমীতে

author-image
Harmeet
New Update
ভারতচক্রের পুজো বিতর্কে হাইকোর্টের বিশেষ বেঞ্চ বসছে নবমীতে


নিজস্ব সংবাদদাতাঃ ভারতচক্রের দুর্গাপুজো মণ্ডপ ঘিরে তৈরি হয়েছে চরম বিতর্ক। পুজো মণ্ডপ সাজানো হয়েছে জুতো দিয়ে। আর এই নিয়েই ঘোর আপত্তি রাজনৈতিক দলগুলির একাংশের। এই জুতোর মণ্ডপ ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে বলে অভিযোগ। আর এরই মধ্যে গোটা বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। নবমীর দিন অর্থাৎ, ১৪ অক্টোবর ভারতচক্রের জুতো দিয়ে সাজানো পুজো মণ্ডপ সংক্রান্ত বিষয়ে উঠবে কলকাতা হাইকোর্টে।
 কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানির জন্য বিশেষ বেঞ্চ বসছে নবমীতে।