নিজস্ব সংবাদদাতাঃ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো নিয়ে আরেক বিতর্ক। করোনাবিধি ভেঙে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বুর্জ খালিফার আদলে প্যান্ডেল দেখতে ভিড় উপচে পড়ায় মন্ত্রী সুজিত বসুর পৌরহিত্যে, এই পুজো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এবার আলো সমস্যা। বিমান অবতরণে অসুবিধা করছে প্যান্ডেলের আলোর ঝলকানি। তাই এই মণ্ডপের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল পুলিশে।