নিজস্ব সংবাদদাতাঃ অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গেল। মেয়েদের বিশ্বকাপের ম্যাসকট (Official Mascot) প্রকাশ করল ফিফা। নারীশক্তির ইঙ্গিতবাহক এই ম্যাসকটের যার নাম ইভা। আগামী বছর ১১-৩০ অক্টোবর ভারতে হওয়ার কথা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ। খাসি ভাষায় ইভার মানে হল ‘ভালো দর্শন’ কিংবা ‘সঠিক নির্বাচন’। একটি বাচ্চা সিংহের ছবির মধ্যে দিয়ে ভারতের মেয়েদের সঠিক পথে এগনোর সিদ্ধান্তকেই তুলে ধরেছে ফিফা। চিফ উওমেন্স ফুটবল অফিসার সারাই বারেমান বলেছেন, ‘ইভা ভীষণ প্রেরণাদায়ক একটা চরিত্র। এই রকম একটা ম্যাসকটের মধ্যে দিয়ে ভারতের মতো সারা বিশ্বে ফিফা একটা নির্দিষ্ট বার্তা পৌঁছে দিতে চায়