ছাত্রদের জন্য 'দেশ কে মেন্টর' প্রকল্প চালু করল সরকার

author-image
Harmeet
New Update
ছাত্রদের জন্য 'দেশ কে মেন্টর' প্রকল্প চালু করল সরকার

নিজস্ব সংবাদদাতা: ছাত্রদের জন্য 'দেশ কে মেন্টর' প্রকল্প চালু করল সরকার। এই প্রকল্প চালু করেছে দিল্লির কেজরিওয়াল সরকার। শুধু তাই নয়, বিশিষ্ট বলিউড অভিনেতা সোনু সুদ দিল্লি সরকারের এই প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, 'এই প্রকল্পে ছাত্রছাত্রীরা একজন দাদা, দিদি বা বন্ধুকে পাবে, যার সঙ্গে তারা নিজেদের সমস্যা ভাগ করে নিতে পারবে। শুধুমাত্র দিল্লি নয়, সমগ্রদেশের যেকোনও ইচ্ছুক ব্যক্তিরা শিক্ষার্থীদের পরামর্শদাতা হিসেবে ভূমিকা পালন করতে পারেন। এর জন্য দিল্লির সরকারের নির্দিষ্ট একটি মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, সেখানে নাম নথিভুক্ত করা যাবে। এর জন্য কাউকে দিল্লিতে আসতে হবে না, এমনকি কোনও টাকাও খরচ করতে হবে না।'