ফের ময়দানে বেন স্টোকস

author-image
Harmeet
New Update
ফের ময়দানে বেন স্টোকস

​নিজস্ব সংবাদদাতাঃ এপ্রিল বাঁ হাতের তর্জনিতে চোট পেয়ে আইপিএল (IPL) থেকে ছিটকে গিয়েছিলেন। দীর্ঘ ৬ মাস পর আবার ব্যাট হাতে তুলতে পারলেন বেন স্টোকস (Ben Stokes)। তবে আঙুলে এখনও জড়ানো রয়েছে ব্যান্ডেজ। যার অর্থ হল, ক্রিকেটের মূলস্রোত থেকে আরও কিছু দিন দূরে থাকতে হবে ইংল্যান্ডের (England) অলরাউন্ডারকে। টুইটারে নিজেই ছবি পোস্ট করে চোটের আপডেট দিয়েছেন স্টোকস। তাতে লিখেছেন, ‘১২ এপ্রিল আঙুল ভেঙে গিয়েছিল। তারপর আবার ব্যাট হাতে তুলতে পারলাম'।