দূর্গাপুরের ফ্লাট বাড়ির পুজোয় এ এক অন্য আনন্দের জোয়ারে

author-image
Harmeet
New Update
দূর্গাপুরের ফ্লাট বাড়ির পুজোয় এ এক অন্য আনন্দের জোয়ারে



হরি ঘোষ,দূর্গাপুরঃ  মা উমার আগমনী বার্তায় এ যেন এক আনন্দের জোয়ারে নিজেকে ভাসিয়ে দেওয়ার সময়। দূর্গাপুরের কাঁকসার বামুনারার তপোবন সিটির আবাসনে ১২ টি দুর্গাপুজো হয়। তারমধ্যে বিবেকানন্দ হাউসিং ওনার্স অ্যাসোসিয়েশনের দূর্গাপুজো এবার পাঁচ বছরে পা দিল। এই পুজোর কয়েকটা দিন আলাদা ছন্দে মেতে ওঠে এখানকার আবাসিকরা। পুজোর কদিন খাওয়া দাওয়া তো বটেই, সবকিছুই একসাথে হয়। বাইরে পুজো দেখার কোনও টান থাকেনা। চারদিনের খাওয়া দাওয়ার সময় আগে মহিলারা খান তারপর পুরুষরা। ঘরের একঘেয়েমি রান্না ঘরের যন্ত্রনা থেকে একটু আলাদা আঙ্গিকে বেরিয়ে এসে এই চেষ্টা। আর এটাই হল নারীশক্তির জয়।