সবুজ পাহাড়ের ওপর বিরাজমান দেবী দূর্গা

author-image
Harmeet
New Update
সবুজ পাহাড়ের ওপর বিরাজমান দেবী দূর্গা


দিগবিজয় মাহালি,সবংঃ  সবং ব্লকের তেমাথানি পল্লীশ্রী ক্লাবের সার্বজনীন দুর্গাপূজা এবছর ২৮ তম বর্ষে পদার্পন করল। এবছর এক অভিনব উদ্যোগ নিয়েছে পল্লীশ্রী ক্লাবের সদস্যরা। চারিদিকে কেবল সবুজ আর সবুজ। সেই সবুজ পাহাড়ের ওপর বিরাজমান দেবী দূর্গা।