গুনগুন-পটকার পেটপুজো সিক্রেট

author-image
Harmeet
New Update
গুনগুন-পটকার পেটপুজো সিক্রেট


নিজস্ব সংবাদদাতাঃ পুজোয় পেটপুজো নিয়ে কোনও রাখঢাকের বালাই নেই অম্বরীশ ভট্টাচার্য এবং তৃণা সাহার। তৃণার পুজো মানেই যাবতীয় পেটপুজো রাস্তায়। ফুচকা, আলুর দম, চাট আর পাওভাজি। অভিনেত্রী জোর গলায় দাবি করেন, দোকানের নয়, রাস্তায় বিক্রি হওয়া পাওভাজি ছাড়া তিনি নাকি খান না। পুজোয় গুছিয়ে খান অম্বরীশও। সপ্তমীতে তাঁর চাই সরু চালের ভাত, গাওয়া ঘি, মুগের ডাল, পারশে, ট্যাংরা আর পমফ্রেট মাছ।