পুজোয় কনীনিকার পছন্দের খাবার কী জানেন?

author-image
Harmeet
New Update
পুজোয় কনীনিকার পছন্দের খাবার কী জানেন?


নিজস্ব সংবাদদাতাঃ পুজো মানেই পেটপুজো। পুজোর এই কটা দিন ডায়েট ভুলে গিয়ে রকমারি খাবারের স্বাদে মেতে উঠেন টলি তারকারা। পুজোর সময় অভিনেত্রী কনীনিকার পছন্দ পোলাও আর মাংস। তবে কনীনিকা বন্দ্যোপাধ্যায় গত পাঁচ বছর ধরেই নবমীতে মায়ের হাতের পোলাও আর মাংস থেকে দূরে! মায়ের হাতের রান্না আজও তাঁর জিভে লেগে। কিন্তু গত পাঁচ বছর সেই সব পদ থেকে দূরে। আফসোস করলেন কনীনিকার।