নিজস্ব সংবাদদাতাঃ জ্যোতির্বিজ্ঞান নিয়ে উৎসাহীরা আপাতত মজেছেন ওয়ার্ল্ড স্পেস উইক উদযাপনে। ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলবে সেলিব্রেশন। আর এই ইভেন্ট যাতে ছোট মেয়েদের মনে জায়গা করে নিতে পারে, তাঁরা যাতে মহাকাশ সংক্রান্ত গবেষণায় নিজেদের কেরিয়ার গড়ার উৎসাহ পায় এবং সেই সঙ্গে STEM অর্থাৎ সায়েন্স-টেকনোলজি-ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথেম্যাটিক্সের প্রতি মন দেয়, সেজন্য ইউরোপীয় স্পেস এজেন্সি এবার একটি বার্বি পুতুলের মতো মহাকাশচারী তৈরি করেছে। ইউরোপীয় মহিলা নভশ্চর সামান্থা ক্রিস্টোফোরেত্তির মতো করে তাঁরই আদলে তৈরি হয়েছে এই স্পেশ্যাল বার্বি পুতুলের মডেল।