নিজস্ব সংবাদদাতাঃ আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, পুজোর উত্সবে এই বৃষ্টির ভ্রুকুটির কারণ নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৩ অক্টোবর, আন্দামান সাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। ১৫ অক্টোবর তা দক্ষিণ ওড়িশা ও অন্ধ্র উপকূলের কাছে পৌঁছোবে। এর জেরে ১৩ অক্টোবর থেকেই উপকূলের জেলাগুলিতে শুরু হয়ে যাবে বৃষ্টি। তবে উত্তরবঙ্গে আবহাওয়া ভাল থাকবে। সেখানে বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। এদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। অষ্টমী থেকে কলকাতা-সহ ৭ জেলায় বৃষ্টির আশঙ্কা। নবমীতে উপকূলবর্তী জেলায় বাড়বে বৃষ্টি।