নিজস্ব সংবাদদাতাঃ চিনের একটি মিশনের মাধ্যমে চাঁদ থেকে সংগ্রহ করা হয়েছিল কঠিন লাভার অবশিষ্টাংশ। কয়েক দশক আগেও এই একই ধরনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তবে সম্প্রতি কঠিন লাভার যে অবশিষ্টাংশ সংগ্রহ করা হয়েছে তা আগের নমুনাগুলোর তুলনায় এক বিলিয়ন বছর ছোট। চিনের একটি গবেষণা পত্রে এই নতুন সংগৃহীত কঠিন লাভার অবশিষ্টাংশের উল্লেখ করা হয়েছে। আর এই নমুনা থেকেই বিজ্ঞানীরা অনুমান করেছেন, যে সময়ে চাঁদ শীতল হয়ে গিয়েছিল বলে মনে করা হয়েছিল, তার থেকে পরেই ঠাণ্ডা হয়েছে চন্দ্রপৃষ্ঠ।