সপ্তমীতে নবপত্রিকা পুজো, কেন বলা হয় কলাবউ?

author-image
Harmeet
New Update
সপ্তমীতে নবপত্রিকা পুজো, কেন বলা হয় কলাবউ?



নিজস্ব সংবাদদাতাঃ নবপত্রিকা অর্থাৎ ৯টি পাতা। এই নটি পাতা বা নটি উদ্ভিদ দুর্গার ৯ শক্তির প্রতীক। এই ৯টি গাছ হল কদলী, কচু, হরিদ্রা, জয়ন্তী, বিল্ব, ডালিম, অশোক, মান ও ধান। একটি কলাগাছের সঙ্গে বাকি আটটি সমূল, সপত্র উদ্ভিদ জড়ো করে বেল, সাদা অপরাজিতা লতা দিয়ে বেঁধে দেওয়া হয়। তাতে লাল পাড় সাদা শাড়ি জড়িয়ে ঘোমটা দিয়ে রাখা হয়। এর পর এতে সিঁদূর লাগিয়ে গণেশের পাশে স্থান দেওয়া হয়। নবপত্রিকার মধ্যে শুধু কলাগাছই স্পষ্ট দেখা যায়। আবার বধুবেশে এটিকে সাজানো হয় বলে একে বলা হয় কলা বউ।