কবে ময়দানে নামবে লুসি! দেখে নিন

author-image
Harmeet
New Update
কবে ময়দানে নামবে লুসি! দেখে নিন

​নিজস্ব সংবাদদাতাঃ শোনা যাচ্ছে সম্ভবত ১৬ অক্টোবর এই স্পেসক্র্যাফটের লঞ্চ হবে। সৌরজগতের বাইরের অংশে যাবে এই স্পেসক্র্যাফট। যে ১২ বছর ধরে এই Asteroid Spacecraft Lucy অভিযান চালাবে, সেই সময়কাল ধরে সৌরজগতের বাইরে অংশ বা আউটার পার্টে ভ্রমণ করবে এই স্পেসক্র্যাফট। একবার সৌরজগতের এই বহির্ভূত অংশে পৌঁছে গেলে সাতটি প্রাচীন গ্রহাণুকে পর্যবেক্ষণ করবে Lucy। এই গ্রহাণুগুলি Trojan asteroids নামে পরিচিত এবং সূর্যকে বৃত্তাকারে ঘিরে রেখেছে এই সাতটি গ্রহাণু। জানা গিয়েছে, এই সমস্ত Trojan asteroids আর বৃহস্পতি গ্রহ একই কক্ষপথে ভ্রমণ করে। এইসব গ্রহাণু পর্যবেক্ষণ করার ক্ষেত্রে Lucy- ই প্রথম স্পেসক্র্যাফট যা ওই অঞ্চলের গ্রহাণুদের পর্যবেক্ষণ করবে।